ENG
২১ নভেম্বর ২০১৭, ৭ অগ্রহায়ণ ১৪২৪

মেসেঞ্জার থেকে সরলো ‘ইনস্ট্যন্ট আর্টিকলস’

  • প্রযুক্তি ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
    Published: 2017-09-13 17:38:55 BdST

bdnews24
ছবি- রয়টার্স

মেসেঞ্জার থেকে প্রতিষ্ঠানের নিজস্ব ‘ফাস্ট-লোডিং’ আর্টিকল ফরম্যাট সরিয়েছে ফেইসবুক।

মূলত ফেইসবুকের নিজস্ব নিউজ ফিডের জন্যই এই ফরম্যাটটি নকশা করা হয়েছিল। মেসেঞ্জার থেকে সরিয়ে নেওয়া হলেও নিউজ ফিডে এটি আগের মতোই থাকবে, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।

২০১৫ সালে প্রথম ইনস্ট্যান্ট আর্টিকল ফরম্যাট চালু করে ফেইসবুক। এতে ফেইসবুকের কোর অ্যাপে দশ গুণ দ্রুত পেইজ লোড হয়।

ফেইসবুকের একজন মুখপাত্র বলেন, “মানুষ ও প্রকাশকদের ওপর আরও বেশি প্রভাব ফেলতে আমরা যখন ইনস্ট্যান্ট আর্টিকল-কে আরও পরিমার্জিত ও উন্নত করছি। আমরা ইনস্ট্যান্ট আর্টিকলস-এ ফেইসবুক কোর অ্যাপের জন্য বিনিয়োগে নজর দিয়েছি এবং মেসেঞ্জারে আর ইনস্ট্যান্ট আর্টিকলস থাকছে না।”

শুরুতে প্ল্যাটফর্মটির মূদ্রায়নের অভাবে অনেক নামধারী প্রকাশনা ও প্রকাশক এর থেকে নিজেদের সেবা উঠিয়ে নিয়েছে বা এতে অংশই নেয়নি। এছাড়া এই ফরম্যাটে ট্রাফিক রিপোর্টিংয়েও সমস্যা দেখা গেছে।

ফেইসবুক নিশ্চিত করেছে যে, পেইড-কনটেন্ট মডেল চালু করতে প্রকাশকদের সঙ্গে কাজ করছে করছে তারা। চলতি বছরের শেষ দিকে এটি পরীক্ষা করার কথা রয়েছে।

নতুন মডেলে পাঠকরা সরাসরি ফেইসবুক অ্যাপ থেকে সাবস্ক্রাইব ও প্রকাশনার জন্য মূল্য দিতে পারবেন।


ট্যাগ:  ফেইসবুক  ইনস্ট্যান্ট আর্টিকলস