ENG
২১ নভেম্বর ২০১৭, ৭ অগ্রহায়ণ ১৪২৪

বাড়তি সুবিধার বিজ্ঞাপন টুল ইনস্টাগ্রামে

  • প্রযুক্তি ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
    Published: 2017-09-13 17:51:56 BdST

bdnews24
ছবি- রয়টার্স

বিজ্ঞাপনদাতাদের বাড়তি সুবিধা দিতে নতুন টুল উন্মোচন করেছে ফেইসবুকের ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম।

ইনস্টাগ্রাম ‘স্টোরিজ’ ফিচারে বিজ্ঞাপনদাতারা যেভাবে বিজ্ঞাপন ক্রয় ও তৈরি করে থাকেন সে ব্যবস্থা আরও কিছুটা নমনীয় করা হচ্ছে নতুন টুলের মাধ্যমে, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।

নতুন আপলোডিং টুলের মাধ্যমে এখন বিজ্ঞাপনদাতারা বর্তমান গঠনমূলক ‘স্টোরিজ’ বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করতে পারবেন। এ ছাড়া ভবিষ্যতে ব্যবহারের জন্য স্থায়ীভাবে ফেইসবুকের বিজ্ঞাপনী টুল ‘পাওয়ার এডিটর’ এবং ‘অ্যাডস ম্যানেজার’-এ বিজ্ঞাপনগুলো রেখে দেওয়া যাবে।

এক বিবৃতিতে ইনস্টাগ্রাম-এর পক্ষ থেকে বলা হয়, “গঠনমূলক মিডিয়া তৈরি করতে বিজ্ঞাপনদাতারা ফেইস ফিল্টার, বুমেরাং এবং ড্রয়িং টুলস ব্যবহার করতে পারবেন এবং তারপর বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করতে পারবেন।”

২০১৬ সালে ইনস্টাগ্রামে স্টরিজ ফিচার যোগ করা হয়। এর মাধ্যমে ব্যবহারকারী ছবি এবং ভিডিও শেয়ার করতে পারেন, যা ২৪ ঘন্টা পর মুছে যায়। প্রথমবার স্ন্যাপচ্যাট-এ ফিচারটি জনপ্রিয়তা পাওয়ার পর এটি ইনস্টাগ্রামে যোগ করা হয়।

বিশ্ব জুড়ে প্রতিদিন ২৫ কোটি গ্রাহক ইনস্টাগ্রাম-এ স্টোরিজ দেখেন ও তৈরি করেন। বর্তমানে ৭০ কোটি গ্রাহক রয়েছে অ্যাপটির।

সামনের সপ্তাহে বিশ্বজুড়ে নতুন টুলগুলো উন্মোচন করবে ইনস্টাগ্রাম।


ট্যাগ:  ইনস্টাগ্রাম  স্টোরিজ