bdnews24

মহামারীর বিশ্বে আরেকটি ঈদ

  • >> রয়টার্স
    Published: 2021-05-14 12:37:57 BdST

ভাইরাসের ত্রাস শেষ হয়নি, থামেনি মৃত্যুর মিছিল। শোক আর সঙ্কটের পৃথিবীতে মহামারীর দিনে এসেছে আরেকটি ঈদ। বিধিনিষেধে বন্দি জীবনে এসেছে উৎসবের উপলক্ষ।

bdnews24

করোনাভাইরাস মহামারীতে মসজিদ বন্ধ; কম্বোডিয়ার মেকং নদীতে নিজের নৌকায় ঈদের নামাজ পড়ছেন এই নারী।

bdnews24

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে ঈদের দিনে বসনিয়ার একটি পরিবারে এসেছে মেহমান, আছে উপহারও।

bdnews24

মাসব্যাপী রোজা শেষে এসেছে খুশির ঈদ; যুক্তরাজ্যের ম্যানচেস্টারের রাশুম শহরে ঘাড়ে ঢোল ঝুলিয়ে আনন্দে মেতেছেন একজন।

bdnews24

মহামারী? তাতে কী? ঈদের দিন বলে কথা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির কোনি আইল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে চলছে বেড়ানো।

bdnews24

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে গাইডিং লাইট ইসলামিক সেন্টারে ঈদের নামাজ পড়েছে এই ফিলিস্তিনি পরিবারগুলো। নামাজ শেষে মাঠে বসে চলছে আড্ডা।

bdnews24

ঈদের সকালে কেনিয়ার এই মা-মেয়ের লোহিত বরণ সাজ। নাইরোবির জামিয়া মসজিদে ঈদের নামাজ পড়তে এসেছিলেন ওই নারী।

bdnews24

যুক্তরাষ্ট্রে ইউ ইয়র্ক সিটির ব্রুকলিন বারায় ঈদের নামাজের অপেক্ষা।

bdnews24

ঈদের নামাজ শেষে সোমালিয়ার মোগাদিসুর দারাস সালাম গার্ডেনে এক কিশোর, হাতে তার খেলনা বন্দুক।

bdnews24

কেনিয়ার নাইরোবির নূর মসজিদে ঈদের নামাজ পড়েছেন এই তরুণী; নামাজ শেষে মেহেদী রাঙা হাত দেখিয়ে তুলে নিলেন সেলফি।

bdnews24

এক সেলফিতে পুরো পরিবার। ঈদের নামাজ শেষে রিয়াদের কিং আব্দুলাজিজ মসজিদের পাশে এভাবেই উদযাপনে দেখা গেল সৌদি পরিবারটিকে।

bdnews24

আগ্নেয় পাহাড় মাউন্ট কেরিনসির কাছেই গুনুগ লাবু ময়দান, সেখানে ঈদের জামাতে ইন্দোনেশীয় নারীরা।

bdnews24

মিশরের কায়রোর আল সুলতান হাসান মসজিদের পাশে ঈদের দিন দোলনায় চড়ে এক শিশুর উচ্ছ্বাস।

bdnews24

রাশিয়ার কাজান শহরের কুল শরিফ মসজিদে ঈদের নামাজে মুসলমান রুশ সেনা ও ক্যাডেটরা।

bdnews24

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের মধ্যেই ঈদের জামাত হয়েছে আল-আকসায়। মসজিদ প্রাঙ্গণে ছোট্ট শিশুটিকে শূন্যে ছুঁড়ে লুফে নিচ্ছেন একজন।

bdnews24

আলবেনিয়ায় করোনাভাইরাস এখনও ছড়াচ্ছে, তার মধ্যেই তিরানার স্কান্দারবেগ স্কয়ারে জনাকীর্ণ ঈদের জামাত।

bdnews24

ইসলামিক স্টেট জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে প্রায় ধ্বংস হয়ে যাওয়া ইরাকের মসুলের প্রাচীনতম মসজিদ মাসফিতে ঈদুল ফিতরের জামাত।

bdnews24

করোনাভাইরাস মহামারীর দিনে পাকিস্তানের করাচিতে ঈদুল ফিতরের জামাতে মানুষ।

bdnews24

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে এক সিরীয় পরিবারের দুই নারী ঈদের জন্য বানাচ্ছেন মিষ্টান্ন।