নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2022-01-13 21:13:35 BdST
এনডিটিভি জানায়, স্থানীয় সময় বিকাল ৫টার দিকে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহরের কাছে ওই দুর্ঘটনা ঘটে।
বিকানি জংশন থেকে বুধবার ট্রেনটি রওয়ানা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সেটির গুয়াহাটি পৌঁছানোর কথা ছিল।
দুর্ঘটনায় ট্রেনের ১২টি বগির অন্তত পাঁচটি লাইনচ্যুত হয়ে যায়। সেগুলো থেকে ৪০ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে ২৪ জনকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে এবং ১৬ জনকে ময়নাগুড়ি সরকারি হাসপাতালে পাঠানো হয়।
আহতদের ১০ জনের অবস্থা গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাদের শিলিগুড়ির নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
ছবি: ইউটিউব ভিডিও
দুর্ঘটনার পর নিউ জলপাইগুড়ি এবং নিউ আলিপুরদুয়ারে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
রেলমন্ত্রী অশ্বিন বিষ্ণু বলেন, তিনি নিজে ‘পরিস্থিতি পর্যবেক্ষণ’ করছেন এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
নিহত প্রতিজনের জন্য পাঁচ লাখ রুপি, গুরুতর আহতদের জন্য এক লাখ এবং অল্প আহতদের জন্য ২৫ হাজার রুপি ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়েছে।