>>রয়টার্স
Published: 2022-05-14 19:43:35 BdST
মধ্যপ্রদেশের একটি জঙ্গলে শনিবার গোলাগুলির ওই ঘটনা ঘটে।
পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা রাজিব কুমার মিশ্রা বলেন, চোরাশিকারীরা বন্যপ্রাণী শিকার করতে জঙ্গলে প্রবেশ করেছিল। পুলিশ তাদের উপস্থিতি টের পেয়ে আত্মসমর্পন করতে বললে তারা তা না করে পুলিশের দিকে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।
গোলাগুলিতে তিন পুলিশ এবং একজন চোরাশিকারী নিহত হয়েছে।
ঘটনাস্থলের কাছ থেকেই পুলিশ হরিণ ও ময়ূরের মৃতদেহ উদ্ধার করেছে।
ময়ূর ভারতের জাতীয় পাখি এবং আইন দ্বারা সুরক্ষিত বন্যপ্রাণীদের একটি। ভারতের আইনে ময়ূর শিকার করা দণ্ডনীয় অপরাধ। এজন্য অর্থদণ্ডসহ সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের সাজার বিধান রয়েছে।