bdnews24

ছবিতে বিশ্বকাপ: ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা

  • স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
    Published: 2019-05-31 01:16:11 BdST

ব্যাটে, বলে, ফিল্ডিংয়ে আলো ছড়ালেন অলরাউন্ডার বেন স্টোকস, বিশ্বকাপ দলে নিজের অন্তর্ভুক্তির যথার্থতা প্রমাণ করলেন গতিময় পেসার জফরা আর্চার। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দাপুটে জয় পেল ইংল্যান্ড। ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় হারে টুর্নামেন্ট শুরু করল দক্ষিণ আফ্রিকা।

bdnews24

bdnews24

ইনিংসের প্রথম ওভারে জনি বেয়ারস্টোকে ফিরিয়ে প্রোটিয়াদের দারুণ শুরু এনে দেন ইমরান তাহির।

bdnews24

শতরানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন জেসন রয় ও জো রুট।

bdnews24

চার বলের মধ্যে রুট-রয়কে ফিরিয়ে ম্যাচে ফেরে দক্ষিণ আফ্রিকা।

bdnews24

দায়িত্বশীল ফিফটিতে দলকে নিরাপদ জায়গায় নিয়ে যান স্টোকস।

bdnews24

শেষদিকে নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্যটা হাতের নাগালে রাখেন কাগিসো রাবাদা-লুঙ্গি এনগিডিরা।

bdnews24

রান তাড়ায় শুরুতেই আর্চারের বল হেলমেটের গ্রিলে লেগে হাশিম আমলা মাঠ ছাড়লে বড় ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা।

bdnews24

দ্রুত এইডেন মারক্রাম ও প্রতিপক্ষ অধিনায়ক ফাফ দু প্লেসিকে ফিরিয়ে প্রোটিয়াদের আরও চাপে ফেলেন আর্চার।

bdnews24

রাসি ফন ডার ডাসেনকে নিয়ে ৮৫ রানের জুটিতে পরিস্থিতি সামাল দেন কুইন্টন ডি কক।

bdnews24

ডি ককের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪০ ওভারের আগেই অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।