bdnews24

ছবিতে বিশ্বকাপ: পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ

  • স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
    Published: 2019-05-31 20:51:57 BdST

ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণের সামনে দাঁড়াতেই পারলেন না পাকিস্তানি ব্যাটসম্যানরা। ছোট লক্ষ্য তাড়ায় ঝড়ো ব্যাটিংয়ে এক ইনিংসের চেয়েও কম সময়ে ম্যাচ শেষ করলেন ক্রিস গেইল-নিকোলাস পুরান। বিশ্বকাপে প্রথমবারের মতো কোনো ম্যাচে দুইশ বল বাকি থাকতে হারল পাকিস্তান।

bdnews24

তৃতীয় ওভারে ইমাম-উল-হককে ফিরিয়ে উইকেট উৎসবের শুরুটা করেন বাঁহাতি পেসার শেলডন কটরেল।

bdnews24

আন্দ্রে রাসেলের বাউন্সারে বোল্ড হয়ে ফেরেন সর্বোচ্চ ২২ রান করা ফখর জামান।

bdnews24

পাকিস্তানের সবচেয়ে বড় ভরসা বাবর আজমকে ফিরিয়ে প্রথম উইকেট তুলে নেন ওশান টমাস।

bdnews24

প্রতিপক্ষ অধিনায়ক সরফরাজ আহমেদকে তুলে নিয়ে পাকিস্তানকে খাদের কিনারায় ঠেলে দেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।

bdnews24

ওয়াহাব রিয়াজের ১৮ রানের ছোট্ট ইনিংসে একশ পার করে পাকিস্তান।

bdnews24

রান তাড়ায় শেই হোপ ও ড্যারেন ব্রাভোকে দ্রুত তুলে নিয়ে লড়াইয়ের ইঙ্গিত দেন মোহাম্মদ আমির।

bdnews24

আক্রমণাত্মক এক ফিফটিতে দলকে পথ দেখান ক্রিস গেইল।

bdnews24

ছক্কায় ম্যাচ শেষ করা নিকোলাস পুরান অপরাজিত থাকেন ৩৪ রানে।