bdnews24

ছবিতে বিশ্বকাপ: শ্রীলঙ্কা-আফগানিস্তান

  • স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
    Published: 2019-06-05 01:28:20 BdST

দারুণ শুরুর পর মোহাম্মদ নবির স্পিনে খেই হারালেন লঙ্কান ব্যাটসম্যানরা। তবে নুয়ান প্রদিপের নেতৃত্বে নিজেদের কাজটা ঠিক ঠাক করলেন দলের বোলাররা। তাতেই আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের দেখা পেল শ্রীলঙ্কা। 

bdnews24

আক্রমণাত্মক ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে ভালো শুরু এনে দেন কুসল পেরেরা।

bdnews24

একই ওভারে লাহিরু থিরিমান্নে, কুসল মেন্ডিস ও অ্যাঞ্জলো ম্যাথিউসকে ফিরিয়ে লঙ্কানদের চাপে ফেলেন মোহাম্মদ নবি।

bdnews24

বড় রানের দেখা পাননি ধনাঞ্জয়া ডি সিলভা ও থিসারা পেরেরাও।

bdnews24

নুয়ান প্রদিপকে বোল্ড করে প্রতিপক্ষকে গুটিয়ে দেন রশিদ খান।

bdnews24

ছোট রান তাড়ায় আফগানিস্তানকে ঝড়ো শুরু এনে দেন হজরতউল্লাহ জাজাই।

bdnews24

দুই ওপেনারের বিদায়ের পর দ্রুতই প্যাভিলিয়নে ফেরেন হাশমতউল্লাহ শাহিদি, রহমত শাহ ও মোহাম্মদ নবি।

bdnews24

অধিনায়ক গুলবাদিন নাইবকে নিয়ে ষষ্ঠ উইকেটে প্রতিরোধ গড়েন নাজিবউল্লাহ।

bdnews24

পর পর দুই ওভারে গুলবাদিন ও রশিদ খানকে ফিরিয়ে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরান নুয়ান প্রদিপ।

bdnews24

শেষ ভরসা হয়ে থাকা নাজিবউল্লাহ রান আউট হয়ে ফিরলে জয় নিশ্চিত হয়ে যায় শ্রীলঙ্কার।