bdnews24

ছবিতে বিশ্বকাপ: ভারত-অস্ট্রেলিয়া

  • স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
    Published: 2019-06-10 01:29:01 BdST

টপ অর্ডারের দাপুটে ব্যাটিংয়ে বড় পুঁজি পেল ভারত। নিয়ন্ত্রিত বোলিংয়ে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের ঝড় তুলতে দিলেন না ভারতীয় বোলাররা। চলতি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়ের মুখ দেখল বিরাট কোহলির দল। ছবি: রয়টার্স

bdnews24

রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের শত রানের উদ্বোধনী জুটি ভাঙেন ন্যাথান কোল্টার-নাইল।

bdnews24

বিরাট কোহলিকে নিয়ে ৯৭ রানের আরেকটি ভালো জুটি উপহার দেন ওয়ানডেতে ১৭তম সেঞ্চুরি তুলে নেওয়া ধাওয়ান।

bdnews24

মিচেল স্টার্কের বলে ন্যাথান লায়নের হাতে ক্যাচ দিয়ে শেষ হয় তার ১৬ চারে গড়া ১১৭ রানের ইনিংস।

bdnews24

রানের গতি ধরে রাখেন ভারতের অধিনায়ক কোহলি।

bdnews24

হার্দিক পান্ডিয়াকে নিয়ে দলের রান তিনশ পার করেন কোহলি।

bdnews24

শেষদিকে মহেন্দ্র সিং ধোনির ঝড়ো ব্যাটিংয়ে সাড়ে তিনশ ছাড়ায় ভারতের সংগ্রহ।

bdnews24

বড় রান তাড়ায় সাবধানী শুরু করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার।

bdnews24

ঝুঁকিপূর্ণ দ্বিতীয় রান নিতে গিয়ে অধিনায়ক ফিঞ্চ আউট হলে ভাঙে জুটি।

bdnews24

স্টিভ স্মিথকে নিয়ে আরেকটি ভালো জুটি গড়েন ওয়ানডে ক্যারিয়ারের মন্থরতম ফিফটি করা ওয়ার্নার।

bdnews24

রানের গতি বাড়াতে গিয়ে চেহেলের বলে সীমানায় ক্যাচ দিয়ে ফেরেন ওয়ার্নার।

bdnews24

উসমান খাওয়াজাকে নিয়ে অস্ট্রেলিয়াকে লড়াইয়ে রাখেন স্মিথ।

bdnews24

বোল্ড করে খাওয়াজাকে ফেরান জাসপ্রিত বুমরাহ।

bdnews24

দারুণ এক বলে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে স্মিথের লড়াই থামান ভুবনেশ্বর কুমার।

bdnews24

একই ওভারে মার্কাস স্টয়নিসকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার কাজটা আরও কঠিন করে দেন ভুবনেশ্বর।

bdnews24

অস্ট্রেলিয়ার শেষ ভরসা গ্লেন ম্যাক্সওয়েলকে ফেরান যুজবেন্দ্র চেহেল।