bdnews24

ছবিতে বিশ্বকাপ: শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ

  • স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
    Published: 2019-07-02 01:24:14 BdST

চলতি বিশ্বকাপে প্রথম লঙ্কান ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির দেখা পেলেন আভিশকা ফার্নান্দো। টপ অর্ডার এই ব্যাটসম্যানের দারুণ ইনিংসে ভর করে টুর্নামেন্টে প্রথমবারের মতো তিনশ ছাড়াল শ্রীলঙ্কার সংগ্রহ। রান তাড়ায় নিকোলাস পুরান লড়লেন একাই। বড় লক্ষ্যে যথেষ্ট তা হল না। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের তৃতীয় জয় তুলে নিল দিমুথ করুনারত্নের দল। ছবি: রয়টার্স

bdnews24

আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে ভালো শুরু এনে দেন কুসল পেরেরা।

bdnews24

লঙ্কান অধিনায়ক করুনারত্নেকে কট বিহাইন্ড করে ৯৩ রানের উদ্বোধনী জুটি ভাঙেন জেসন হোল্ডার।

bdnews24

ফিফটি তুলে নেওয়ার পর রান আউট হয়ে ফিরেন পেরেরা।

bdnews24

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেওয়া ফার্নান্দো তিনটি পঞ্চাশ ছোঁয়া জুটি গড়ে দলকে এগিয়ে নেন বড় সংগ্রহের পথে।

bdnews24

শেষ দিকে লাহিরু থিরিমান্নের ঝড়ো ব্যাটিংয়ে ৩৩৮ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা।

bdnews24

রান তাড়ায় শুরুতেই সুনিল আমব্রিসকে ফেরান লাসিথ মালিঙ্গা।

bdnews24

শাই হোপকেও টিকতে দেননি অভিজ্ঞ এই পেসার।

bdnews24

তৃতীয় উইকেটে শিমরন হেটমায়ারের সঙ্গে ৪৯ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন ক্রিস গেইল।

bdnews24

থিতু হয়ে বড় ইনিংস খেলতে পারেননি গেইল, হেটমায়ার, হোল্ডার কেউই।

bdnews24

তিনটি রান আউটে ভেঙে পড়ে ক্যারিবিয়ান মিডল অর্ডার।

bdnews24

৯২ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে দলকে লড়াইয়ে রাখেন পুরান।

bdnews24

৪৮তম ওভারে পুরানকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজের আশা থামিয়ে দেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।