১ ফেব্রুয়ারির পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা।
Published : 13 Nov 2024, 06:19 PM
বিশ্ব ইজতেমার কারণে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার সময় পিছিয়ে দেওয়া হয়েছে।
এর আগে এই ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা তা এখন ১৫ ফেব্রুয়ারি হবে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুস সালাম।
তিনি বলেন, “শুধু বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১ তারিখ থেকে পিছিয়ে ১৫ তারিখ করা হয়েছে। বিশ্ব ইজতেমার কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ইউনিটের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।
৩ জানুয়ারি আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কা্র্যক্রম।
এর ৪ জানুয়ারি চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন), ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: জানার আছে যা যা