ENG
২১ নভেম্বর ২০১৭, ৭ অগ্রহায়ণ ১৪২৪

প্রধানমন্ত্রীর কাছে ১১ দফা দাবি জানাবেন রাজশাহীর ব্যবসায়ীরা

  • রাজশাহী প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
    Published: 2017-09-13 12:22:49 BdST

bdnews24
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী সফরকালে এখানকার অর্থনৈতিক উন্নয়নে স্থানীয় ব্যবসায়ীরা ১১ দফা দাবি তুলে ধরবেন বলে জানিয়েছেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মনিরুজ্জামান মনি।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু বলেন, উন্নয়নের বার্তা নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর রাজশাহী আসার কথা রয়েছে।

সে সময় ব্যবসায়ীরা তাদের ১১ দফা দাবি তুলে ধরবেন।

ব্যবসায়ী নেতা মনিরুজ্জামান জানিয়েছেন, ১১ দফার মধ্যে রয়েছে - ঢাকাকে চাপমুক্ত রাখতে রাজশাহীতে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন, রাজশাহীর শিল্প করাখানায় দ্রুত গ্যাস সংযোগ, রাজশাহীতে বন্ধ রেশম কারখানা ও টেক্সটাইল মিল সরকারি বা বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালু করা, হাটিকুমরুল থেকে সোনামসজিদ স্থল বন্দর পর্যন্ত সড়কটি অতিসত্বর চার লেনে উন্নীত করা, পণ্য পরিবহনে সবচেয়ে সস্তা নৌপথ উন্নয়নে পদ্মাসহ সংশ্লিষ্ট নদীগুলো ড্রেজিং করার মাধ্যমে নৌপথ উন্নয়নে বিশেষ বরাদ্দ, রাজশাহী থেকে আব্দুলপুর পর্যন্ত রেলওয়ে ডাবল লাইনে উন্নীত করা, রাজশাহী কলকাতা যাতযাতে মৈত্রী ট্রেন চালু, রাজশাহী বিমানবন্দর থেকে কৃষিপণ্য রপ্তানির সুবিধার্থে কার্গো বিমান চালু, বিমানবন্দরের উন্নয়ন ইত্যাদি।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত হরিয়ান চিনিকল মাঠে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।

“সেখান থেকে তিনি ছয়টি প্রকল্প উদ্বোধন ও ১৭টির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।”


ট্যাগ:  রাজবাড়ী জেলা  রাজশাহী বিভাগ