bdnews24

মৌলভীবাজারে গারোদের ওয়ানগালা উৎসব পালিত

  • বিকুল চক্রবর্তী, মৌলভীবাজার প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
    Published: 2018-11-12 19:27:10 BdST

নানা আয়োজনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়ি গারোলাইন এলাকায় সোমবার গারো সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ওয়ানগালা পালিত হয়েছে।

bdnews24

প্রতিবছর কার্তিক মাসের শেষ দিকে নতুন ফসল তুলে বিভিন্ন আয়োজনে তারা এ উৎসব পালন করেন

bdnews24

অন্যান্য আয়োজনের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকে

bdnews24

বিভিন্ন বয়সী নারী-শিশু অনুষ্ঠান উপভোগ করে

bdnews24

আয়োজনে থাকে নানা ধর্মীয় উপাচার

bdnews24

অনুষ্ঠানে গানের আয়োজনও থাকে

bdnews24

নারী-পুরুষ সবাই অনুষ্ঠানে অংশ নেন

bdnews24

এবার ছিল ওয়ানগালা ২০১৮

bdnews24

গারো সম্প্রদায়ের ছেলেমেয়রো নতুন পোশক পরে অনুষ্ঠানে অংশ নেয়

bdnews24

নানা আয়োজনে নারী-পুরুষ-শিশু অনুষ্ঠানে অংশ নেয়

bdnews24

অনুষ্ঠানে ধর্মীয় আবহ ফুটিয়ে তোলা হয়

bdnews24

ধর্মীয় উপাচারে উৎসবকে প্রাণবন্ত করে তোলা হয়

bdnews24

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানে গারো মেয়েরা অংশ নেন