নোয়াখালী প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2019-01-18 10:40:36 BdST
মাইজদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিদর্শক শাহাদাত হোসেন জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে রনজন বিবি বাজারে এই অগ্নিকাণ্ড হয়।
“বাজারের একটি লেপ-তোষকের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে।”
এ সময় বাজারের হোটেল, ফার্মেসি, কোচিং সেন্টার, লেপ-তোষকের দোকানসহ সাতটি দোকান পুড়ে গেছে বলে তিনি জানান।
খবর পেয়ে মাইজদী ও চৌমুহনী থেকে ফায়ার সার্ভিসের পাঁটি ইউনিট গিয়ে স্থানীয়দের সহযোগিতায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলেও তিনি জানান।
ট্যাগ: নোয়াখালী জেলা চট্টগ্রাম বিভাগ