bdnews24

নোয়াখালীতে সুবিধাবঞ্চিত শিশুরা পেল ঈদ উপহার

  • নোয়াখালী প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
    Published: 2019-05-28 21:06:22 BdST

নোয়াখালীতে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাক।

bdnews24

মঙ্গলবার শহরের পুলিশ কেজি স্কুল মিলনায়তনে পুনাক, নোয়াখালীর সভানেত্রী নাসরিন লায়লা শরীফ অর্ধশতাধিক শিশু কিশোরের হাতে নতুন জামা, সেমাই, চিনি ও দুধের প্যাকেট তুলে দেন।

bdnews24

এ আয়োজনে সহযোগী ছিল শিশুবিষয়ক অনলাইন সংবাদমাধ্যম হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও যুব রেডক্রিসেন্ট

bdnews24

অনুষ্ঠানে অর্ধশতাধিক শিশু-কিশোর উপহার সামগ্রী পায়

bdnews24

অনুষ্ঠানে পুনাকের সহ-সভাপতি রীপা চাকমা, হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নোয়াখালী টিম সমন্বয়ক আবু নাছের মঞ্জু, জেলা যুব রেড ক্রিসেন্টোর প্রধান আবদুল আজিজ পুলক প্রমুখ বক্তব্য রাখেন