bdnews24

সমুদ্রসৈকতের খোঁজে

  • জিয়া শাহীন, বগুড়া প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
    Published: 2019-06-06 20:41:35 BdST

ঈদের দ্বিতীয় দিন বিপুল দর্শনার্থীর ভিড়ে মুখরিত ছিল বগুড়া ও সিরাজগঞ্জে যমুনার তীরের পর্যটন স্পটগুলো।

bdnews24

বগুড়া ও সিরাজগঞ্জের আশপাশ এলাকা থেকে এখানে ছুটে আসে একটু বিনোদনের জন্য

bdnews24

এই যমুনার চরে যেন সমুদ্র সৈকতের আমেজ

bdnews24

কেউ কেউ নৌকা ভাড়া করে ভেসে বেড়ান যমুনার বুকে

bdnews24

স্বজন-বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আসেন যমুনা তীরে

bdnews24

নানা শ্রেণিপেশার মানুষ এখানে ভিড় করেন নানা উৎসবে

bdnews24

যমুনার খোলা হাওয়া মন জুড়িয়ে দেয়

bdnews24

যমুনায় বেড়ানোর আনন্দ ঈদ উৎসবকে আরও বাড়িয়ে দেয়

bdnews24

ঈদের এই আনন্দে কেউ কেউ নানা সামগ্রী ফেরি করতেও চলে আসেন এখানে

bdnews24

প্রতিবছরের মতো এবারও এই উৎসবে, এই যমুনার হাওয়ায়