bdnews24

নাটোরে যমুনায় ধরা পড়ল ২১ কেজির বাঘাইড়

  • নাটোর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
    Published: 2019-10-07 21:47:08 BdST

নাটোরে ২১ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে। সোমবার দুপুরে সিংড়া কোর্ট মাঠে মাছটি বিক্রি করেন সমাইল হোসেন নামে এক ব্যক্তি। মাছটি তিনি যমুনা নদী থেকে ধরেছেন বলে জানান।

bdnews24