bdnews24

ছবিতে ছবিতে সৌম্যর বিয়ে

  • সাতক্ষীরা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
    Published: 2020-02-29 00:15:18 BdST

বাংলাদেশের তারকা ক্রিকেটার সৌম্য সরকার ও প্রিয়ন্তি দেবনাথ পূজার বিবাহোত্তর বৌভাত ও সংবর্ধনা হয়েছে।

bdnews24

bdnews24

প্রিয়ন্তির বাবার বাড়ি খুলনা হলেও তারা থাকেন ঢাকায়। ইংরেজি মাধ্যমের এই ছাত্রী ও-লেভেলে লেখাপড়া করছেন।

bdnews24

শুক্রবার রাতে সাতক্ষীরার মোজাফফর গার্ডেনে এ জাঁকালো অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় তিন হাজার অতিথিকে।

bdnews24

আগত অতিথিদের অভ্যর্থনা জানান সৌমর বাবা সাবেক শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার ও মা নমিতা সরকার। আর অনুষ্ঠানের দেখভাল করছেন সৌম্যর ভাই প্রণব সরকার ও পুষ্পেন সরকার।

bdnews24

তারকা ক্রিকেটারের বৌভাত উপলক্ষে মোজফ্ফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট সেজেছে নানান সাজে।

bdnews24

বৌভাত উপলক্ষে মোজফ্ফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট সেজেছে নানান সাজে।

bdnews24

বৌভাতে খাওয়ার তালিকায় রয়েছে-নান রুটি, কাচ্চি বিরিয়ানি, খাসির কালো ভুনা, খাসির রেজালা, মিষ্টি, ফুচকা, চটপটি, চা, কফি, সফট ড্রিংকস।

bdnews24

রাতে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

bdnews24

গত বুধবার খুলনা নগরীর খুলনা ক্লাবে প্রিয়ন্তি দেবনাথ পূজার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন সৌম্য।

bdnews24

বিয়ের আগে বাদ যায়নি গালে হলুদের অনুষ্ঠানও।