bdnews24

শেষ সম্বল দানকারী সেই ভিক্ষুক উঠছেন পাকা বাড়িতে

  • আব্দুর রহিম বাদল, প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
    Published: 2020-08-15 22:39:32 BdST

করোনাভাইরাসে কর্মহীন মানুষের সহায়তায় নিজের শেষ সম্বল দান করে দৃষ্টান্ত স্থাপনকারী শেরপুরের সেই বৃদ্ধ নাজিম উদ্দিন প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠছেন আর একদিন পর। রোববার আনুষ্ঠানিকভাবে নবনির্মিত ওই বাড়ির চাবি নাজিম উদ্দিনের (৮০) কাছে হস্তান্তর করবেন শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

bdnews24

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নাজিম উদ্দিনের জন্য তৈরি পাকা ঘর

bdnews24

নাজিম উদ্দিনের জন্য তৈরি বাড়িতে রান্নাঘর, শৌচাগার এবং স্নানঘরও রয়েছে

bdnews24

ঘরটির বারান্দা চারপাশে লোহার গ্রিল দিয়ে ঘেরাও করা হয়

bdnews24

মূলঘর ও রান্নাঘর একটি ছাউনি দেওয়া পথে যুক্ত হয়েছে

bdnews24

নাজিম উদ্দিনের আগের বাড়ির খাস জমিটিও তার নামে লিখে দেওয়া হয়েছে