ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2020-11-25 20:38:53 BdST
বুধবার সন্ধ্যা ৭টার দিকে রামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে বিজয়নগর থানার ওসি আতিকুর রহমান জানান।
নিহতরা হলেন বিজয়নগর উপজেলার চরইসলামপুর গ্রামের প্রয়াত সাঈদ মিয়ার ছেলে আক্তার হোসেন (৫০), প্রয়াত সোলমান মিয়ার ছেলে রমজান মিয়া (৬০) ও প্রয়াত হাবিবুল্লা মিয়ার ছেলে শহীদুল্লা (৩০)।
আহতদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
ওসি আতিকুর রহমান জানান, সন্ধ্যায় রামপুর এলাকার যমুনা ব্রিকসের সামনে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাওয়ার টিলারের তিন আরোহী মারা যান।
দুর্ঘটনায় বাসের পাঁচজন যাত্রী আহত হয়েছেন বলে জানান ওসি।
ট্যাগ: চট্টগ্রাম বিভাগ ব্রাহ্মণবাড়িয়া জেলা