রংপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2021-01-24 19:57:02 BdST
রংপুরের নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক যাবিদ হোসেন রোববার এ রায় ঘোষণা করেন।
এছাড়া আদালত তাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে।
সাজাপ্রাপ্ত আইনুল হক (৩৮) সদর উপজেলার মধ্য বিন্যাটারি এলাকার আমজাদ হোসেনের ছেলে।
রায় ঘোষণার সময় আইনুল আদালতের কাঠগড়ায় ছিলেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০০৯ সালের ১০ মার্চ রাত ৮টার দিকে বিন্যাটারি এলাকার ১৩ বছরের এক কিশোরী বাড়ির পেছনে বাথরুমে গেলে আগে থেকে ওত পেতে থাকা আইনুল তাকে ধর্ষণ করেন। কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে।
পরে কিশোরীর বাবা কোতোয়ালি থানায় মামলা করলে পুলিশ তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিক হাসনাইন বলেন, আদালত আটজনের সাক্ষ্য নিয়ে আইনুল হককে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা করে। রায়ে কিশোরীর পরিবার সন্তোষ প্রকাশ করেছে।
ট্যাগ: রংপুর জেলা রংপুর বিভাগ