কক্সবাজার প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2021-02-28 13:02:39 BdST
চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নওফেল বিন জানান, রোববার সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজার সদর উপজেলার ইসলামবাদ ইউনিয়নের ডুলাফকির মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালাহ উদ্দিন বাবুল (৪০) কক্সবাজার সদর উপজেলা ইসলামপুর ইউনিয়নের পূর্ব-নাপিতখালী এলাকার আলী আহমদের ছেলে।
পরে পিকআপ দুটি দুইটি জব্দ করা হলেও চালক ও সহকারীরা পালিয়ে গেছে বলে জানান তিনি।
নিহতের লাশ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
ট্যাগ: কক্সবাজার জেলা চট্টগ্রাম বিভাগ