bdnews24

সুবর্ণজয়ন্তীর ২৫ মার্চ: জেলায় জেলায় শহীদদের স্মরণ

  • নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
    Published: 2021-03-25 22:26:37 BdST

সুবর্ণজয়ন্তীর বছরে দেশের বিভিন্ন জেলায় মোমবাতি প্রজ্বালন করে ২৫শে মার্চ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার জয়পুরহাট, নওগাঁ, নেত্রকোণা ও পিরোজপুর থেকে শহীদদের স্মরণে এই আয়োজনের খবর দিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিরা।

bdnews24

জয়পুরহাটে জেলা সদরের কড়ই-কাদিরপুর বধ্যভূমির স্মৃতিসৌধে মোমবাতি জ্বালিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

bdnews24

১৯৭১ সালে কড়ই-কাদিপুর গ্রামে ৩৭১ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা।

bdnews24

নওগাঁয় ২৫ মার্চ কালোরাত উপলক্ষে শহরে সন্ধ্যায় আলোর মিছিল করেছে সামাজিক সংগঠন একুশে পরিষদ।

bdnews24

নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে ৫০টি মশাল ও এক হাজার মোমবাতি প্রজ্বালন করে আলোর মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ছোট যমুনা নদী তীরে গিয়ে সমবেত হয়।

bdnews24

সন্ধ্যায় নেত্রকোণা শহরের পাটপট্টি শহীদবেদি, সাতপাই শহীদ স্মৃতিস্তম্ভ ও মোক্তারপাড়া ব্রিজ সংলগ্ন শহীদবেদিতে মোম প্রজ্বালন করে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।

bdnews24

বিভিন্ন সংগঠন, প্রশাসনসহ সর্বস্তরের মানুষ ২৫ মার্চ গণহত্যায় শহীদদের স্মরণ করেছে।

bdnews24

সন্ধ্যায় পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন ও গণসংগীত আয়োজন করা হয়েছে।