পিরোজপুর প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2022-01-19 23:27:03 BdST
ছবি: আহত বেল্লাল হোসেন
নিহত মিরাজ হোসেন হাওলাদার (৩০) মঠবাড়িয়ার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ সোনাখালী গ্রামের বাদল হাওলাদারের ছেলে।
আহত বেল্লাল হোসেনকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বেল্লাল হোসেন সাংবাদিকদের বলেন, সন্ধ্যায় মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন তারা। দক্ষিণ সোনাখালী এলাকায় বালু ড্রেজিংয়ের জন্য প্রধান সড়কের উপর দেওয়া পাইপের সঙ্গে ধাক্কা লেগে তারা রাস্তার বাইরে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. হাসিবুল হক বলেন, “মিরাজকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার মাথা ও মুখমন্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারেণে তার মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।”
লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল বলেন, নিহতের ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কারও বিরুদ্ধে অভিযোগ দেওয়া হলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।