নেত্রকোণা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2022-01-20 12:12:00 BdST
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ত্রিনালী এলাকার সোমেশ্বরী নদীর এক নাম্বার বালু মহাল ঘাটে এ ঘটনা ঘটে বলে দুর্গাপুর থানার ওসি শাহনুর এ আলম জানান।
মৃত খোকন মিয়া (৩৫) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের শামছুউদ্দীনের ছেলে।
“এ সময় হুইল লোডারের নিচে চাপা পড়েন চালক। ঘাটের শ্রমিকরা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা খোকনকে মৃত ঘোষণা করেন।”
মৃত ব্যক্তির পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।