মাদারীপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2022-01-20 23:32:39 BdST
শিবচর থানার এসআই রবিউল ইসলাম জানান, বুধবার রাতে শিবচর পৌরসভার শেখ হাসিনা সড়কে একটি অটোরিকশা থেকে তারা তার লাশ উদ্ধার করেন।
নিহত মো. শফিকুল ইসলাম (২৮) কিউ রেক্স নামে একটি প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী। বরগুনার বামনা উপজেলার সোনাখালী গ্রামের নূরুল হকের ছেলে তিনি।
এসআই রবিউল জানান, বুধবার রাত ১১টার দিকে অটোরিকশার মধ্যে লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধারসহ অটোরিকশা জব্দ করে।
এলাকাবাসীর ভাষ্য, শফিকুল অটোরিকশায় ফেরার পথে মাদবরেরচরের খাড়াকান্দি এলাকায় রাস্তার ওপর থাকা ড্রেজারের পাইপে ধাক্কা লেগে উল্টে যায়। শফিকুল অটোরিকশার নিচে চাপা পড়েন। পরে ওই অটোরিকশায় করেই তাকে হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে শফিকুল মারা গেলে সঙ্গীরা অটোরিকশাসহ লাশ ফেলে পালিয়ে যায়।
শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, পুলিশ লাশ উদ্ধারের স্থান ও দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।
“এটি সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যু বলে আমরা নিশ্চিত হয়েছি। পুলিশ বিস্তারিত তদন্ত করে দেখছে।”