নওগাঁর আত্রাই উপজেলায় ‘চার কেজির বেশি গাঁজাসহ’ দুইজনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার সকালে তাদের জেলা কারাগারে পাঠানো হয় বলে জানান আত্রাই থানার ওসি মো. আবুল কালাম আজাদ।
তারা হলেন- সদর উপজেলার শিমুলিয়া গ্রামের শাহজাহান আলী প্রামানিক (৩৭) ও একই গ্রামের সাজদুল ইসলাম (৩৩)।
এর আগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে আত্রাই উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন সংলগ্ন সেতু এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব।
র্যাব ৫-এর নাটোর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, “আটকের পর তাদের কাছ থেকে চার কেজি ৪০০ গ্রাম গাঁজা, টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।”
পরে মাদক আইনে মামলা করে তাদের আত্রাই থানায় হস্থান্তর করা হয় বলে জানান র্যাবের এই কর্মকর্তা।