বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা— গণমুখী, সুলভ ও বিশ্বমানের হবে কবে?
ক্যান্সারের চিকিৎসায় প্রয়োজন একটি সমন্বিত ব্যবস্থার। সেখানে সার্জারি, কেমোথেরাপি ও রেডিয়েশন এক ছাদের নিচে থাকতে হয়। এছাড়া কেমোথেরাপির আগে বা পরে বা বিশেষ প্রয়োজনে রোগীকে নানাবিধ টেস্ট করাতে হয়। কিন্তু মহাখালী ক্যান্সার হাসপাতালে ওই সক্ষমতা গড়ে তোলা হয়নি।