ছয় মাস আগে পলিথিন নিষিদ্ধের কথা বলা হলেও যথেচ্ছ ব্যবহার থামেনি
ছয় মাস আগে পলিথিন নিষিদ্ধের কথা বলা হলেও যথেচ্ছ ব্যবহার থামেনি। ক্রেতা-বিক্রেতা দু’পক্ষই বলছে, পলিথিন বন্ধে বড় পরিসরে বিকল্প ব্যাগের ব্যবস্থা যেমন জরুরি, তেমনই পলিথিন কারখানাও বন্ধ হওয়া দরকার; কেবল নিষিদ্ধ ঘোষণা আর মাঝেমধ্যে অভিযানে ব্যবহার ঠেকানো যাবে না।