০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২
ইসলামী যে আইন দেশে আছে সে অনুযায়ী হেফাজতের নেতারা তাদের পরিবারের নারীদের সম্পত্তি দিয়েছেন কি না, সেই প্রশ্নও তুলেছেন তারা।
এসব চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা পড়েছে গত অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর।
রিটকারী বলছেন, “রিপোর্টের বিভিন্ন সুপারিশ ইসলামী শরিয়ত, আমাদের সংবিধান এবং দেশের ধর্মপ্রাণ মানুষের মূল্যবোধের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।”
নারী সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে হেফাজতে ইসলাম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংগঠনটির নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। সেখান থেকে আগামী ২৩ মে জুমার পর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।
“চব্বিশের জুলাইয়ের স্বাধীনতা সংগ্রামের পর আমি বলতে চাই, আমরা দিল্লির দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি নিউ ইউর্কের গোলামী করবার জন্য নয়।”
সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনটির নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হতে থাকেন।
এই কমিশন বাতিলসহ কয়েকটি দাবিতে সরকারকে ৩ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে হেফাজতে ইসলাম।
সমাবেশে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক।