ইফতারের পাশাপাশি শিশুদের ঈদ উপহারও দেওয়া হয়।
Published : 30 Mar 2025, 07:17 PM
ঢাকা, চট্টগ্রাম, নওগাঁ, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও খুলনা শহরে একযোগে এক হাজারেরও বেশি সুবিধাবঞ্চিত শিশুকে ইফতার করিয়েছে ইয়ুথস ভয়েস ও পাঠাও।
পাঠাওয়ের সহযোগিতায় ইয়ুথস ভয়েসের অন্যতম বৃহত্তম উদ্যোগ ‘প্রজেক্ট চনা পিয়াজু’ (পিসিপি) এর আওতায় এ ইফতারের আয়োজন করে বলে রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, ২০১১ সাল থেকে পিসিপি ধারাবাহিকভাবে সম্প্রসারিত হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে।
পাঠাও বলেছে, ৩৫০ স্বেচ্ছাসেবক এবং দুই শতাধিক সদস্য ও অতিথিদের অংশগ্রহণে এবারের ইভেন্ট শুধু ইফতার বিতরণের মধ্যে সীমাবদ্ধ ছিল না। শিশুদের জন্য বিনোদন, মেহেদি, ফেস পেইন্টিং এবং ঈদ উপহার প্রদান করা হয়, যাতে তারা উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না থাকে। প্রতিজন শিশু নতুন ঈদের পোশাক এবং পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীসহ ’স্মাইল প্যাক’ পেয়েছে।
পাঠাওয়ের মার্কেটিং (ভাইস প্রেসিডেন্ট) আবরার হাসনাইন বলেন, “প্রজেক্ট চনা পিয়াজু ২০২৫ এ অংশগ্রহণের মাধ্যমে আমরা এমন শিশুদের পাশে দাঁড়াতে পেরেছি, যারা প্রায়শই আমাদের চোখের আড়ালে থেকে যায়। ঈদের আনন্দ তাদের কাছে পৌঁছে দেওয়ার এই উদ্যোগ আমাদের প্রকৃত মূল্যবোধের প্রতিফলন।”
ইয়ুথস ভয়েসের প্রেসিডেন্ট আরিফিন তাহের বলেন, এ বছর এ আয়োজন দেশব্যাপী সম্প্রসারিত করার মাধ্যমে আরও বেশি শিশুর কাছে পৌঁছানো সম্ভব হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিশুদের ঈদ উপহার দিতে বিএসআরএম, আর্ট অ্যান্ড বিউটি বাই আলিফা নূর ব্রাইডাল স্টুডিও, স্যালুন ও স্পা আর্থিক সহযোগিতা দিয়েছে। জেএমজি স্মাইল প্যাকের জন্য সরঞ্জাম সরবরাহ করেছে এবং আর্টল্যান্ড সহায়তা করেছে।