দুজনই জামিনে গিয়ে পলাতক আছেন।
Published : 24 Apr 2025, 03:12 PM
চার বছর আগে প্রায় ত্রিশ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার এক ট্রাক চালক এবং তার সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরা বুধবার এ মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- ট্রাক চালক সৈয়দ নূর এবং তার সহকারী ইমরান সাদেক। তারা দুজনই জামিনে গিয়ে পলাতক আছেন।
২৮ বছর বয়সী সৈয়দ নূর কক্সবাজার জেলার উখিয়া থানার হলদিয়া পালং ইউনিয়নের মীর আহম্মেদের ছেলে। আর ২৫ বছর বয়সী ইমরান একই ইউনিয়নের মো. আব্দুল মালেকের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ১০ (গ) অনুসারে বিক্রির জন্য নিজেদের কাছে মাদক রাখা ও ট্রাকে করে পরিবহনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।”
পাশাপাশি চালক নূরকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সহকারী ইমরানকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ২৬ মে চট্টগ্রামের কর্ণফুলী থানার দক্ষিণ শিকলবাহা ওয়াই জংশন এলাকায় একটি ট্রাক থেকে ২৯ হাজার ৫০০টি ইয়াবাসহ নুর ও ইমরানকে গ্রেপ্তার করে র্যাব-৭।
ট্রাকটি কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীর দিকে আসছিল। ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তারের ঘটনায় র্যাব-৭ এর সেসময়ের ডিএডি আহাম্মদ উল্যাহ বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা করেন।
ওই মামলায় ২০২১ সালের ২৫ অগাস্ট পুলিশ অভিযোগপত্র জমা দেয়। এরপর ২০২২ সালের ২৫ এপ্রিল দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
মামলার বিচারে সাত জনের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করে রায় দিল।