বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নৌ পুলিশ জানিয়েছে।
Published : 24 Apr 2025, 03:14 PM
বঙ্গোপসাগরের মোহনায় সন্দ্বীপ চ্যানেলের কাছে পাথরবোঝাই একটি বাল্কহেড ডুবির পর সাত নাবিককে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নৌ পুলিশ জানিয়েছে।
কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ওয়ালি উদ্দিন আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাল্কহেডটি পাথরবোঝাই করে চট্টগ্রামের মাঝিরঘাট থেকে ভোলা যাচ্ছিল। উত্তাল সাগরে বাল্কহেডটি সন্দ্বীপ চ্যানেলের কাছে ডুবে যায়।
তিনি জানান, সেটিতে সাত নাবিক ছিলেন। ভেসে থাকা অবস্থায় পাশ দিয়ে যাওয়া ইঞ্জিনচালিত একটি সার্ভিস বোট তাদের উদ্ধার করে।
লাইফ জ্যাকেট থাকায় নাবিকরা প্রায় পৌনে একঘন্টার মত ভেসে থাকতে পেরেছিলেন।