“আইন কার্যকর হলে কেউ এ কাজ করলে শাস্তির মুখোমুখি হবে,” বলেন উপদেষ্টা।
Published : 31 Dec 2024, 07:43 PM
গাছ সুরক্ষায় নতুন আইন তৈরির কথা বলছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, যেখানে গাছে পেরেক লাগানো বন্ধে বিশেষ বিধান রাখার কথা বলেছেন তিনি।
মঙ্গলবার ঢাকার ধানমন্ডির আবাহনী মাঠ সংলগ্ন গাছের পেরেক অপসারণ কার্যক্রম পরিদর্শন করে তিনি এ কথা বলেন।
রিজওয়ানা বলেন, “গাছ পরিবেশের অক্সিজেন সরবরাহ করে। গাছে পেরেক ঠুকলে তা গাছের বৃদ্ধি ব্যাহত করে এবং ধীরে ধীরে গাছ মারা যায়। এটি পরিবেশের জন্য ক্ষতিকর। তাই গাছে পেরেক ঠোকা বন্ধ করতে সবার সহযোগিতা প্রয়োজন। আইন কার্যকর হলে কেউ এ কাজ করলে শাস্তির মুখোমুখি হবে।”
থার্টি ফাস্ট উদযাপন ঘিরে আতশবাজি ও পটকা ফোটানো থেকেও নগরবাসীকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ফাহমিদা খানম, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী উপস্থিত ছিলেন।