Published : 03 May 2025, 10:57 PM
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকালে উপজেলার দেবগ্রামের মধ্যপাড়া থেকে লাশ উদ্ধারের তথ্য দেন আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন।
তোফাজ্জল মিয়া (৩৮) নামে ওই ব্যক্তি বাড়িতে একাই থাকতেন। তার স্ত্রী চট্টগ্রামে থাকেন। আট বছরের একটি মেয়ে রয়েছে তার।
পুলিশ বলছে, তোফাজ্জলের ঘর থেকে দুর্গন্ধ পেয়ে আশেপাশের লোকজন দরজা খুলে মেঝেতে তাকে পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
ওসি বলেন, ঘরের দরজা পাঁচ-ছয়দিন ধরে ভেতর থেকে বন্ধ ছিল। তার মৃত্যুর বিষয়টি প্রথমে কেউ টের পায়নি। এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।
লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।