জাতীয় অ্যাথলেটিকস
ছেলেদের ৪০০ মিটারে সেরার মুকুট ধরে রেখেছেন বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট জহির রায়হান।
Published : 18 Feb 2025, 08:37 PM
জাতীয় অ্যাথলেটিকসে আলো ছড়িয়েছেন নাজমুল হোসেন রনি। বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে খেলা এই অ্যাথলেট ৪০০ মিটার হার্ডলসে ৩১ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন।
পল্টনের জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে মঙ্গলবার ঝলক দেখিয়েছেন জহির রায়হানও। ৪০০ মিটারে দশমবারের মতো সেরা হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলেট।
প্রতিযোগিতার দ্বিতীয় দিনে তিনটি নতুন জাতীয় রেকর্ড গড়েন অ্যাথলেটরা।
৪০০ মিটার হার্ডলসে ৫০ দশমিক ৮৪ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েন নাজমুল। তিনি ভাঙেন ১৯৯৩ সালে বাংলাদেশ নৌবাহিনীর আব্দুর রহিম নঈমের রেকর্ডটি (৫১ দশমিক ৮৭ সেকেন্ড)।
মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর বর্ষা খাতুন; তিনি সময় নেন ১ মিনিট ৪ দশমিক ৬১ সেকেন্ড। ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনীর লিবিয়া খাতুনের রেকর্ড (১ মিনিট ৪ দশমিক ৭০ সেকেন্ড) নিজের করে নিয়েছেন তিনি।
মেয়েদের ১০০মিটার রিলে ইভেন্টে রেকর্ড গড়ে সেরা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। দলের হয়ে দৌড়েছেন শিরিন আক্তার, সোনিয়া আক্তার, সুমাইয়া দেওয়ান ও কবিতা রায়; তারা সময় নেন ৪৬ দশমিক ৪৩ সেকেন্ড। ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনীর সুমাইয়া দেওয়ান, শরিফা খাতুন, সোনিয়া আক্তার, বর্ষা খাতুন (৪৮ দশমিক ১০ সেকেন্ড) আগের রেকর্ডটি গড়েছিলেন।
৪০০ মিটারে দশমবারের মতো সেরা হলেও, টাইমিংয়ে অবশ্য উন্নতি করতে পারেননি জহির। ৪৭ দশমিক ৫৬ সেকেন্ডে দৌড় শেষ করেছেন তিনি। ২০১৯ সালে ৪৬ দশমিক ৮৭ সেকেন্ড টাইমিং এখনও জহিরের সেরা।