ট্রাফিক বিভাগ গত তিন দিনে কয়েকশ ব্যাটারিচালিত রিকশা জব্দ করেছে।
Published : 23 Apr 2025, 07:02 PM
চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযানে চালকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর আড়াই ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার দুপুর ১২টার দিকে চান্দগাঁও ’বাহির সিগন্যাল’ এলাকায় এ সংঘর্ষের সময় আটক করা হয়েছে চারজনকে। থেমে থেমে চলা এ সংঘাত থামে দুপুর আড়াইটার দিকে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ব্যাটারিচালতি রিকশার বিরুদ্ধে চলমান অভিযানের প্রতিবাদে সকালে সিঅ্যান্ডবি এলাকায় জড়ো হয়ে চালকরা বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা বাহির সিগন্যাল এলাকায় সড়ক অবরোধ করেন।
পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
বেশ কিছু সময় সংহাত চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা সদস্যরাও সেখানে উপস্থিত হন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার সেলও নিক্ষেপ করে।
নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) মোহাম্মদ আরিফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যাটারি রিকশার গ্যারেজগুলোতে জেলা প্রশাসনের সহযোগিতায় অভিযান চলছে। এর প্রতিবাদে চালকরা একজোট হয়ে সড়ক অবরোধ করে।
“এসময় অবরোধকারীদের সড়ক থেকে তুলে দেওয়ার চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে আমাদের অন্তত চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন।”
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং চারজনকে আটক করার কথা বলেন তিনি।
নগরীর বিভিন্ন স্থানে অটোরিকশার ব্যাটারি চার্জ করার স্থানগুলোতে অভিযানের পাশাপাশি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রিকশা উচ্ছেদের অভিযান চলছে। গত তিন দিনে ট্রাফিক বিভাগ কয়েকশ ব্যাটারিচালিত রিকশা জব্দ করেছে।